ঢাকা | জানুয়ারী ১৮, ২০২৫ - ৪:৫৭ পূর্বাহ্ন

জমকালো আয়োজনে ভোলাহাট উৎসব উদযাপিত

  • আপডেট: Friday, January 17, 2025 - 8:35 pm

এমএসআই শরীফ, ভোলাহাট থেকে: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা ও রাজধানী ঢাকায় চাকরিরত সকল শিল্প-কলকারখানাসহ অন্যান্য প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী, বিভিন্ন পেশা ও উদ্যোক্তা হিসেবে উৎপাদনমুখী কর্মে জড়িতদের মিলিত “ভোলাহাট উপজেলা সমিতি, ঢাকার আয়োজনে মিরপুর-১ প্রিয়াঙ্কা পিকনিক গ্রাউন ও শুটিং স্পট ব্যারিবাধ রোড বিরুলিয়া ব্রীজ “ভোলাহাট উৎসব-২০২৫” উপলক্ষ্যে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ৮টায় মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম। এ সময় তিনি জাতীয় পতাকা উত্তোলন করে উৎসবের কার্যসূচির শুভ উদ্বোধন করেন।

সকাল ১০টায় সংগঠনের প্রধান উপদেষ্টা ও ডাইসিন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আশিক আহমেদ বাপ্পি, পুলিশ সুপার অবসরপ্রাপ্ত আতাউর রহমান।

অন্যদের মধ্যে দবিরুল ইসলাম, এ এম নাজমুল ইসলাম, আলাউদ্দিনসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন। পরে প্রধান উপদেষ্টা মিজানুর রহমান, আশিক আহমেদকে সভাপতি ও আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।

মিলনমেলায় কমিটিকে আগামী দিনে এই সংগঠনকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়। দিনব্যাপী জমকালো অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইদুর রহমান। অনুষ্ঠানে প্রায় ১৫০০ জন উপস্থিত ছিলেন।