ঢাকা | জানুয়ারী ১৮, ২০২৫ - ১:৫৮ অপরাহ্ন

মান্দায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে কম্বল বিতরণ

  • আপডেট: Friday, January 17, 2025 - 7:19 pm

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শুক্রবার বিকালে সদলপুর এলাকায় অরুণের বয়লারে এসব কম্বল বিতরণ করা হয়।

৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুন্নবী মিন্টুর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে প্রধান অতিথি ছিলেন।

উপজেলা বিএনপির সাবেক সহধর্ম বিষয়ক সম্পাদক অরুণ কুমার কবিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- পরানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুর রহমান খোকা, সাবেক সাধারণ সম্পাদক রবিউল হাসান রবি, পরানপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, কৃষকদল পরানপুর ইউনিয়ন সভাপতি সিদ্দিকুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক শহিদুজ্জামান সালেক প্রমুখ। শেষে ১৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।