ঢাকা | জানুয়ারী ১৭, ২০২৫ - ৪:১৭ পূর্বাহ্ন

বাঘায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • আপডেট: Thursday, January 16, 2025 - 7:10 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় গত বুধবার রাতে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার আসামি আরিফুলকে রাজশাহী কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

বাঘা থানার পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের সাইদুর ইসলামের ছেলে আরিফুল ইসলামকে (৩০) রাতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। আরিফুল ইসলামকে ২০১৭ সালের একটি মামলায় রাজশাহী চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত তাকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আসামি দীর্ঘদিন পালিয়ে থাকার পর গত বুধবার রাতে বাঘা থানার পুলিশ আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে।

বাঘা থানা (ওসি) তদন্ত সুপ্রভাত বলেন, গ্রেপ্তারকৃত আসামি আরিফুলের নামে সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।