ঢাকা | জানুয়ারী ১৭, ২০২৫ - ৩:৫৪ পূর্বাহ্ন

বগুড়ায় পান কিনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মাথা বিচ্ছিন্ন ব্যবসায়ীর

  • আপডেট: Thursday, January 16, 2025 - 8:00 pm

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ট্রেনে কেটে রজিবর রহমান (৬১) নামে এক পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পান কিনতে গিয়ে রেললাইনে ট্রেনে কেটে শরীর থেকে তার মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।

বৃহস্পতিবার সকালে শহরতলির তিনমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিকালে বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানান, আঙুলের ছাপ দিয়ে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। মরদেহ হস্তান্তরে আইনি প্রক্রিয়া চলছে।

পুলিশ ও স্বজনরা জানান, নিহত রজিবর রহমান গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রামপুর গ্রামের মৃত হাকিম উদ্দিন মুন্সীর ছেলে। তিনি পেশায় পান ব্যবসায়ী ছিলেন। পান কেনার জন্য বগুড়ায় আসেন।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তিনি বগুড়া সদরের তিনমাথা এলাকায় রেললাইনে ছিলেন।

সান্তাহার ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করার সময় তিনি ট্রেনে কেটে মারা যান। শরীর থেকে তার মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।

প্রথমে অজ্ঞাত হিসেবে মরদেহ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরে আঙুলের ছাপ দিয়ে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানান, নিহত রজিবর রহমান পেশায় পান ব্যবসায়ী। স্বজনরা জানিয়েছেন- তিনি পান কেনার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন।

তবে বগুড়া সদরের তিনমাথা এলাকায় কেন ও কী কারণে গিয়েছিলেন তা জানা সম্ভব হয়নি। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।