ঢাকা | জানুয়ারী ১৭, ২০২৫ - ১:০৪ পূর্বাহ্ন

গোমস্তাপুরে তারুণ্যের উৎসব উদ্যোক্তা মেলার উদ্বোধন

  • আপডেট: Thursday, January 16, 2025 - 6:55 pm

গোমস্তাপুর (চাঁপাই) প্রতিনিধি: ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উদ্যোক্তা মেলা রহনপুর ইউসুফ আলি সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজ প্রাঙ্গনে এই মেলায় সভাপতিত্বে করেন রহনপুর ইউসুফ আলি সরকারি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অন্যনা।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাহাক আলি, বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের প্রধান আহসান উল্লাহ সোহেল, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, সফল উদ্যোক্তা ফার্ম এগ্রো নাচোল বাব্যস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম, পুর্বাশাটি হাউস রহনপুর শরিফুল ইসলাম প্রমুখ। মেলায় ৭টি স্টল অংশগ্রহণ করে।