সাংবাদিক সংস্থার মোহনপুর শাখার সভাপতি মামুন, সম্পাদক মতিন
মোহনপুর প্রতিনিধি: বাংলাদেশ সাংবাদিক সংস্থার রাজশাহীর মোহনপুর উপজেলা শাখার দুই বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বুধবার বেলা ১২টার সময় সংস্থার মোহনপুর কার্যালয়ে সভায় উপস্থিত সদস্যেদের সন্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন এমএম মামুন। সাধারণ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিরাজুল ইসলাম মতিন।
কমিটিতে আরও রয়েছেন- সহ-সভাপতি মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, অর্থ সম্পাদক মাজেদুর রহমান সবুজ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তফা হোসেন ভিক্টর, দপ্তর পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক মহাজামিল, নির্বাহী সদস্য নির্বাচিত করা হয়েছে সাদিকুল ইসলাম স্বপন, রিপন আলী।
কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার আহবায়ক কমিটির সদস্য রফিক আলম, আমিনুল ইসলাম বনি, ফজলুর রহমান বাবলু, জাহিদ হাসান, সুলতান মাহমুদ রেজা প্রমুখ।