ঢাকা | জানুয়ারী ১৬, ২০২৫ - ৪:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম

সাংবাদিক মাসুদ আর নেই

  • আপডেট: Wednesday, January 15, 2025 - 6:49 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি — রাজিউন)।

বুধবার সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, মোহাম্মদ মাসুদ লিভারের সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে যান। বুধবার বাদ এশা সাহেববাজার বড় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে হেতম খাঁ গোরস্থানে দাফন করা হয়।

মোহাম্মদ মাসুদ বন্ধ হয়ে যাওয়া টেলিভিশন চ্যানেল সিএসবির রাজশাহীর ক্যামেরাপার্সন ছিলেন। পরবর্তীতে তিনি দৈনিক সোনালী সংবাদ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দিয়েছিলেন। সোনালী সংবাদ ছাড়ার পর তিনি একটি অনলাইন নিউজ পোর্টাল প্রকাশ করেছিলেন।

তার অকাল মৃত্যুতে দৈনিক সোনালী সংবাদের সম্পাদক মো: লিয়াকত আলী, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের পক্ষে সভাপতি মোমিনুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়াও রাজশাহী এডিটর্স ফোরামের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক মো: লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আহসান হাবিব অপু, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি, রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক সামাদ খানসহ সকল সদস্যবৃন্দ, পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল মাহবুব সাংবাদিক মোহাম্মদ মাসুদের মৃত্যুতে শোক প্রকাশ ও গভীর সমবেদনা জানান। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।