ঢাকা | মে ১৮, ২০২৫ - ৬:২৫ অপরাহ্ন

পুঠিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

  • আপডেট: Wednesday, January 15, 2025 - 7:32 pm

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সিফাত আলী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ১১টার দিকে পৌর এলাকার কাঁঠালবাড়ীয়ায় একটি বাড়িতে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত সিফাত আলী (২৩) উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিরালদহ মাইপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গত ২৫ ডিসেম্বর কাঁঠালবাড়ীয়া এলাকার একটি বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রীকে দেখা করার কথা বলে বাড়িতে নিয়ে যায় সিফাত। পরে সেখানে তাকে ধর্ষণ করে সে।

ঘটনার এক মাসপর গত মঙ্গলবার দিবাগত রাতে সিফাত আবারও একই কায়দায় ওই ছাত্রীর বাড়িতে এসে কৌশলে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই ছাত্রী চিৎকার শুরু করলে স্থানীয়রা টের পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ওই বাড়ি থেকে সিফাতকে গ্রেপ্তার করে এবং ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, এ ঘটনায় ওই ছাত্রী নিজেই বাদি হয়ে গত মঙ্গলবার রাতে থানায় মামলা করেন। ধর্ষণের শিকার ওই ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য বুধবার রামেক হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS