ঢাকা | জানুয়ারী ১৬, ২০২৫ - ৩:৫১ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে শীতবস্ত্র বিতরণ করল পুনাক

  • আপডেট: Wednesday, January 15, 2025 - 7:19 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার বিকাল ৪টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) লাইন্সে অবস্থিত শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। পুনাক সভানেত্রী আফরোজা হেলেনের তত্ত্বাবধানে ৪০০ জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পুনাক সভানেত্রী আফরোজা হেলেন বলেন, ‘আমরা পুলিশের পাশাপাশি পুনাকের পক্ষ থেকে জনগণের পাশে থাকতে চাই। আমাদের সাধ্য ও চেষ্টার সবটুকু দিয়ে মানুষের সেবা করতে চাই। আমরা পুনাকের মাধ্যমে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদিকা তৌহিদা নূপুর, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদা ওয়াব, যোগাযোগ সম্পাদিকা মাসরুফা তাসনিম, আরএমপি পুনাকের সাধারণ সম্পাদিকা আয়েশা সাইফ প্রমুখ।