ঢাকা | জানুয়ারী ১৬, ২০২৫ - ৫:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম

গোদাগাড়ীতে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত

  • আপডেট: Wednesday, January 15, 2025 - 6:22 pm

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী পৌর শাখার ৪, ৫, ৬ নং ওয়ার্ডের বিএনপির আয়োজনে কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে বিএনপির উদ্যোগে গোদাগাড়ী হেলিপ্যাড মাঠে এ কর্মিসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গোদাগাড়ী পৌর ৫ নং ওয়ার্ডের বিএনপি’র সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম খোকার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র আনোয়ারুল ইসলাম চৌধুরী, গোদাগাড়ী পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া রুলু, রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গোদাগাড়ী পৌর যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান বিপ্লব, ডাইংপাড়া বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলন, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশীদ। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সামজাদ আলী।