নির্ভুল ভোটার তালিকা গণতন্ত্রের সহায়ক: নওগাঁর জেলা প্রশাসক
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নির্ভুল ভোটার তালিকা গণতন্ত্রের সহায়ক। মঙ্গলবার দুপুরে নওগাঁর পোরশা উপজেলা প্রাথমিক শিক্ষা মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নিয়োগকৃত তথ্যসংগ্রকারী ও সুপারভাইজারগণের প্রশিক্ষকণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
তিনি বলেন, গণতন্ত্রের প্রথম ধাপই সঠিক ভোটাধিকার প্রয়োগ। গনতন্ত্র পুনরুদ্ধারের জন্য সঠিক ভোটার তালিকা ও ভোটাধিকার প্রয়োগ অপরিহার্য। ভোটারদের সঠিক তথ্য সংগ্রহ করতে আপনারা একান্তভাবে কাজ করবেন।
এসময় তিনি উপজেলা প্রশাসনের আয়োজনে-এর আগে দুই দিনব্যাপি ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেন। তিনি এসময় মেলায় অংশগ্রহণকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন।
এর আগে তিনি উপজেলার শিশা উচ্চ বিদ্যালয় ও ভূমি অফিস পরিদর্শন করেন। এসময় ইউএনও মো. আরিফ আদনান, সহকারি কমিশনা (ভূমি) নাবিলা ফেরদৌসসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।