রাজশাহী এডিটরস ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার: রাজশাহী এডিটরস ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রাজশাহী থেকে প্রকাশিত স্থানীয় সংবাদপত্রগুলোতে কর্মরত কর্মীদের মাঝে এই শীতবস্ত্র দেয়া হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রত্যেককে একটি করে কম্বল উপহার হিসেবে দেয়া হয়।
সোমবার বিকালে রাজশাহী এডিটরস ফোরামের কার্যালয়ে এসব কম্বল তুলে দেয়া হয়েছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সোনালী সংবাদ সম্পাদক লিয়াকত আলী, সোনার দেশ সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, রাজশাহী সংবাদ সম্পাদক আহসান হাবীব অপু, নতুন প্রভাত সম্পাদক সোহেল মাহবুব, উত্তরা প্রতিদিন সম্পাদক সাইফুল ইসলাম।