বাগমারায় বৈদ্যুতিক তারে জড়িয়ে কৃষকের মৃত্যু
বাগমারা প্রতিনিধি: বাগমারায় ধানের চারায় সেচ দিতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে রেজাউল করিম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি গনিপুর ইউনিয়নের রঘুপাড়া গ্রামের মৃত আনিছার রহমানের ছেলে।
সোমবার দুপুরে বাড়ির চলন্ত মিটার থেকে বৈদ্যুতিক মোটরে বিদ্যুৎ সংযোগ দিয়ে বাড়ির পাশে বিলে বীজতলায় সেচ দিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবসত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বীজতলায় তার মৃত্যু হয়।