বাঘায় নারীকে সংগবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ডির্ভোসপ্রাপ্ত এক নারীকে (৪০) সংগবদ্ধ ধর্ষণে জড়িত থাকার অভিযোগে শরিফুল ইসলাম (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম লালপুর উপজেলার নওপাড়া গ্রামের মৃত তফের আলীর ছেলে।
জানা গেছে, চাপাইনবাবগঞ্জের ডির্ভোসপ্রাপ্ত এক নারীর সাথে শরিফুল ইসলামের মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক হয়। গত শনিবার বিয়ে করবে বলে ওই নারীকে শরিফুল ইসলাম তার এলাকায় আসতে বলেন। ওই নারী গত শনিবার সন্ধ্যার দিকে শরিফুল ইসলামের কাছে পৌঁছায়।
এসময় শরিফুল ইসলাম আরও ৪ বন্ধুকে ডেকে ওই নারীকে চকরাজাপুর ইউনিয়নের পদ্মার মধ্যে চাঁদপুর মাঠের মধ্যে নিয়ে যায়। সেখানে তারা ৫ জন মিলে ওই নারীকে সংগবদ্ধ ধর্ষণ করে।
ওই নারী কোন উপায় না পেয়ে গত রোববার সকালে বাঘা থানায় উপস্থিত হয়ে শরিফুল ইসলামকে প্রধান আসামি করে সংগবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। বাঘা থানার পুলিশ অভিযোগ পাওয়ার সাথে-সাথে অভিযান চালিয়ে প্রধান আসামি শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে বাঘা থানার তদন্ত (ওসি) কর্মকর্তা সুপ্রভাত মন্ডল বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে।
সোমবার ওই নারীকে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) পাঠানো হয়েছে। শরিফুল ইসলামকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।