ঢাকা | জানুয়ারী ১৪, ২০২৫ - ৪:১৮ অপরাহ্ন

বাগমারায় জাল দলিল করে কৃষককে হয়রানির অভিযোগে মামলা

  • আপডেট: Monday, January 13, 2025 - 8:00 pm

বাগমারা প্রতিনিধি: বাগমারায় জাল দলিল করে এক কৃষককে হয়রানির অভিযোগে চাঁইসারা গ্রামের লোকমান আলী ও তার ছেলে সিরাজ আলীসহ ৪ জনের বিরুদ্ধে রাজশাহীর বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে একটি মামলা করা হয়েছে। বারুইপাড়া গ্রামের মৃত আব্দুল গনির ছেলে আল মামুন হোসাইন বাদি হয়ে মামলাটি করেছেন।

সংশ্লিষ্ট আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে তা তদন্তের জন্য রাজশাহীর পিবিআই অফিসকে দায়িত্ব দিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, চাঁইসারা গ্রামের লোকমান আলী সম্প্রতি বাগমারা উপজেলা সহকারী (ভূমি) কমিশনারের কাছে বারুইপাড়া গ্রামের মৃত আব্দুল গণির নামে নামজারিকৃত খারিজ কেস আংশিক বাতিলের আবেদন করেন।

এ বিষয়ে শুনানিকালে লোকমান আলী উপজেলা সহকারী (ভূমি) কমিশনারের কাছে ১১৫৪০/১৯৭০ নম্বরের একটি দলিল উপস্থাপন করেন।

ওই দলিলের দাতা হযরতুল্যাহ প্রামানিক ৩টি খতিয়ান থেকে মোট সোয়া ৮০ শতাংশ জমি লোকমান আলী প্রামানিককে দান করেছেন মর্মে উল্লেখ রয়েছে। কিন্তু ওই দলিলে প্রতি সন্দেহ হলে সংশ্লিষ্ট ভূমি অফিসে অনুসন্ধান করে দেখা যায় ১১৫৪০/১৯৭০ নম্বরের দলিলের দাতা গ্রহিতা ও তফশীল সম্পূর্ণ ভিন্ন। তাছাড়া দলিলটি লেখা হয়েছে বর্তমান সময়ের বলপেন কলম দ্বারা যা ১৯৭০ সালের দলিলে দোয়াত বা অন্য কোনো কালির দ্বারা নয়।

এছাড়া দলিলে একজরন স্বাক্ষীর নাম উল্লেখ করা হয়েছে করতুল্যা প্রামানিক, সাং-বারুইপাড়া। কিন্তু বারুইপাড়া গ্রামে ওই নামে কোনো ব্যক্তি নাই। মামলার বাদি ভুক্তভোগী আল মামুনের ছোট ভাই সুরুজ উদ্দিন বলেন, লোকমান আলী এলাকার কিছু অসাধু টাউট বাটপারদের কুপরামর্শে এবং সক্রিয় সহযোগিতায় জাল দলিল তৈরি করে আমাদের ভোগ দখলী জমি দখলের চেষ্টা করছে এবং আমাদেরকে হুমকি ধামকি দিয়ে হয়রানি করছে।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে লোকমান আলী বলেন, আমার বাবা হযরতুল্যাহ প্রামানিক এবং সুরুজের বাবা আব্দুল গণি দুই মায়ের সন্তান এবং তারা দুজন সৎভাই। আমার বাবা হযরতুল্যাহ প্রামানিক আমাকে ১৯৭০ সালে সোয়া ৮০ শতাংশ জমি দান করেছেন। কাজেই আমার দলিল সঠিক রয়েছে এবং তা মামলার মাধ্যমে মোকবেলা করা হবে।