ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ৪:৪৯ পূর্বাহ্ন

দুর্গাপুরে এক যুগ পর আদালতের রায়ে জমি ফিরে পেলেন বৃদ্ধা রাহেলা

  • আপডেট: Monday, January 13, 2025 - 8:15 pm

দুর্গাপুর প্রতিনিধি: দীর্ঘ ১২ বছর বেদখলে থাকা জমি আদালতের মাধ্যমে ফিরে পেলেন রাহেলা বেগম (৮০)। ঢোল পিটিয়ে ও লাল কাপড় টানিয়ে তার জমি বুঝিয়ে দিয়েছেন আদালতের লোকজন। জীবনের শেষ সময়ে জমি ফিরে পেয়ে সরকার ও আদালতের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।

সোমবার দুপুরে রাজশাহীর দুর্গাপুর উপজেলার বেড়া গ্রামে রাজশাহী অতিরিক্তি জেলা জজ আদালত-২ লোকজন স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় জমির সীমানায় লাল কাপড় টাঙিয়ে দেয়। পরে ঢোল পিটিয়ে ঘোষণা দেয় আদালতের নির্দেশে আজ থেকে এই জমির মালিক বৃদ্ধা রাহেলা বেওয়া।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার বেড়া গ্রামে রাহেলার বেওয়ার বেদখল হওয়া ভিটা জমিতে আমগাছ সহ বিভিন্ন গাছ লাগিয়েছেন বিবাদী পক্ষের স্থানীয় প্রভাবশালী তমেজ উদ্দিন মেম্বার। দীর্ঘদিন ধরে লাঠিরজোরে তিনিই জমিটি দখল করে নিয়ে রাখেন। পরে আদালতের নির্দেশে দায়িত্বপ্রাপ্ত লোকজন সীমানা নির্ধারণ করে লাল কাপড় টানিয়ে দিয়ে ঢোল পিটিয়ে দেয়।

জমির মালিক বৃদ্ধা রাহেমা বেওয়া বলেন, আদালত আমার জমি বুঝিয়ে দিলেন। আমি আদালত ও সরকারের প্রতি সন্তুষ্টি প্রকাশ করছি। রাহেলার ছেলে আবুল কালাম আজাদ বলেন, ২০১৩ সালে আমার মা রাহেলা বেওয়া এই ১০ শতাংশ জমি বেদখল হওয়ায় আদালতে করেন। গত ২৩ সালের ১৩ সেপ্টেম্বর আদালত আমার মায়ের পক্ষে রায় দেয়। ১২ বছর ধরে মামলা চলার পর আদালতের লোকজন জনসম্মুখে আমাদের জমি বুঝিয়ে দেয়।

এই দীর্ঘ ১২ বছরে বিবাদী পক্ষ তমেজ উদ্দিন মেম্বার আমার পরিবারের লোকজনকে জুলুম নির্যাতন ও হয়রানি করেছে। রাজশাহী অতিরিক্তি জেলা জজ আদালত-২ এর জারিকারক রুহুল আমিন বলেন, মামলার রায় পাওয়ায় দখল নিতে আবেদন করেছিলেন বাদী রাহেলা বেওয়া। আমরা বিচারকের নির্দেশে জমির দখল বুঝিয়ে দিয়েছি।