ঢাকা | জানুয়ারী ১৩, ২০২৫ - ৩:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম

যমুনায় জেগে ওঠা চরে কালিবোরো ধান রোপণ শুরু

  • আপডেট: Sunday, January 12, 2025 - 7:22 pm

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে যমুনায় জেগে ওঠা চরে, পাড়ের ঢাল এলাকায়, খাড়ি ও ডোবা-নালায় শুরু হয়েছে কালিবোরো ধানের চাষ। কোনরূপ জমি প্রস্তুত ছাড়াই শুধু কাঁদার মাঝে এই ধানের চারা রোপণ করতে হয়। এর ফলে চরাঞ্চলের কৃষকদের মাঝে এই ধান রোপণের আগ্রহ দিন দিন বাড়ছে।

কাজিপুরের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষকদের এই ধান চাষে উদ্বুদ্ধ করছেন। কৃষি অফিস এই ধানকে দেশি বোরো বলে জানালেও স্থানীয় কৃষকরা এটিকে কালিবোরো, সাদাবোরো, টেপিবোরো প্রভৃতি নামে চেনেন।

এই ধান চাষে জমির তৈরির জন্যে হালচাষ ও কোন প্রকার কীটনাশক প্রয়োগ করতে হয় না বলে জানিয়েছেন কৃষকেরা। শুধুমাত্র উপরি হিসেবে একবার ইউরিয়া সার ছিটিয়েই এই ধান ঘরে তোলেন বলে জানিয়েছেন তারা। এই ধানের চালের বেশ কদর রয়েছে বাজারে।

জানা গেছে, ডিসেম্বরের শুরু থেকে জানুয়ারির ১০-১৫ তারিখ পর্যন্ত এই ধান রোপণ করেন কৃষকেরা। আর এপ্রিলের মাঝামাঝি সময়ে কর্তন করা হয়। মাইজবাড়ি চরের কৃষক গেন্দু প্রামাণিক বলেন, আমাদের বাপ-দাদারাও এই ধান লাগাইছে। আমরাও নিজেদের খাবারের জন্যে এই ধান লাগাই, ভাত খুব স্বাদ লাগে।

চরগিরিশের চাষি মনোয়ার হোসেন বলেন, ‘যমুনার ঢালে এবার তিন বিঘার মতো জমিতে এই ধান লাগাইছি। আশা করছি প্রতি বিঘায় ১২ থেকে ১৪ মণ করে ফলন পাবো। কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, চলতি মৌসুমে প্রায় আড়াইশ’ হেক্টর জমিতে স্থানীয় বোরো ধান (কালিবোরো) চাষাবাদের সম্ভাবনা রয়েছে।

অনেকটা পতিত ও ফেলে রাখা জমিতে এই ধানের চাষাবাদ হওয়ার কারণে কৃষকদের বাড়তি আয়ের পথ তৈরি করে দেয় এই ধান চাষ।