ঢাকা | জানুয়ারী ১৩, ২০২৫ - ৭:৪০ পূর্বাহ্ন

শিরোনাম

বাগমারায় গভীর নলকূপের সীমানায় সোলার স্থাপনের অভিযোগ

  • আপডেট: Sunday, January 12, 2025 - 7:45 pm

বাগমারা প্রতিনিধি: বাগমারায় প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে গভীর নলকূপের স্কীমের সীমানার মধ্যে সোলার প্যানেল স্থাপন করে স্কীমের জমি দখলের অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রতিকার চেয়ে বিএমডিএ’র নির্বাহী পরিচালক এবং উপজেলা সেচ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৃথকভাবে দুটি অভিযোগ দেয়া হয়েছে।

ওই দুটি অভিযোগে বাগমারা গ্রামের আবুল কাসেম, কাবুল হোসেন, আব্দুর রহমান ও সিদ্দিকুর রহমানসহ এলাকার প্রায় দেড় শতাধিতক কৃষক স্বাক্ষর করেছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, বাগমারা থানা সংলগ্ন গণিপুর ইউনিয়নের বাগমারা মৌজায় ১৯৮৭ সাল থেকে এলাকার কৃষকরা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশান এবং বিএমডিএ (বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ) এর অনুমোদন সাপেক্ষে ৫টি গভীর নলকূপ এবং নদী থেকে পানি সেচের জন্য ৫টি এলএলপি স্থাপন করে সেচের মাধ্যমে বোরোধান ও পাচাষসহ বিভিন্ন প্রকার ফসল চাষাবাদ করে আসছেন। এছাড়া কৃষকরা নিজ উদ্যোগে নদী থেকে বিল পর্যন্ত আন্ডারগ্রাউন্ড ড্রেনও নির্মাণ করেছেন।

অথচ ওই স্কীমের সীমানার মধ্যে এলাকার প্রভাবশালী একটি মহল স্কীমের সমস্ত জমি দখলে নেয়ার উদ্দেশ্যে বিএমডিএ (বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ) এর অধিনে সোলার প্যানেল স্থাপনের উদ্দেশে ঘর নির্মাণ করেছেন এবং রাতের অন্ধকারে ড্রেন নির্মাণ কাজ শুরু করেছেন।

এ বিষয়ে উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহবুবুল ইসলাম বলেন, এ বিষয়ে প্রতিকার চেয়ে কৃষকদের পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।