নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর ও নলডাঙ্গা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় জহুরুল ইসলাম গোপী (৫৫) নামে সাবেক এক ইউপি সদস্য ও রাজিব হোসেন (৩৫) নামে এক ট্রলি চালক নিহত হয়েছেন।
শনিবার (১১ জানুয়ারি) দিনগত রাত ৮টার সময় লালপুর উপজেলার লালপুর-বনপাড়া সড়কের মধুবাড়ি এলাকায় ট্রাকচাপা ও সকাল ৯টার দিকে নলডাঙ্গা উপজেলায় নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বাসুদেবপুর সাঝিপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও ইট ভর্তি ট্রলির মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
নিহত জহুরুল জেলার লালপুর উপজেলার গৌরিপুর গ্রামের বাসিন্দা। তিনি সাবেক ইউপি সদস্য ছিলেন এবং নিহত ট্রলি চালক রাজিব হোসেন নলডাঙ্গা উপজেলার তেলকুপি গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, শনিবার দিনগত রাতে মোটরসাইকেলে করে জহুরুল ইসলাম বাড়ি ফিরছিলেন। পথে উপজেলার লালপুর-বনপাড়া সড়কের মধুবাড়ি এলাকায় পৌঁছালে বনপাড়াগামী একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে জহুরুল মোটরসাইকেল থেকে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক জহুরুলকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অপরদিকে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, শনিবার সকালে নলডাঙ্গা উপজেলায় নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বাসুদেবপুর সাঝিপাড়া এলাকায় যাত্রীবাহী একটি বাস ও ইট ভর্তি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ট্রলি চালক মো. রাজিব হোসেন ও তার সহকারী মো. আশরাফ আলী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাজিব হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।