ঢাকা | মে ১৬, ২০২৫ - ৮:৩৩ অপরাহ্ন

শিরোনাম

নাচোলে জোড়া খুনের মামলায় মূল আসামিসহ দুইজন গ্রেফতার

  • আপডেট: Sunday, January 12, 2025 - 7:15 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জোড়া হত্যা মামলার মূল আসামীসহ দুইজনকে পুলিশ গ্রেফতার করেছে। আর এ হত্যাকাণ্ডের মূল আসামি শাহীন রেজা আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

গ্রেফতারকৃতরা হচ্ছে- চাঁপাইনবাবগঞ্জের নাচোর উপজেলার ফতেপুর ইউনিয়নের বাহির মল্লিকপুর গ্রামের তোফাজুল হকের ছেলে শাহিন রেজা (২২) ও একই গ্রামের আতাউর রহমানের ছেলে সামাদ আলী (৩০)।

রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার রেজাউল করিম প্রেস বিফ্রিংয়ে জানান, জেলার নাচোলের মল্লিকপুর গরুরহাটে গত ১৭ ডিসেম্বর বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ পর্যায়ে খোলশি গ্রামের কয়েকজন নাচানাচি করার সময় আসামী তামিম তাদের নিষেধ করে।

এতে তারা ক্ষিপ্ত হয়ে তামিমের সাথে তর্কে-বিতর্কে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে তামিমের ভাতিজা শাহিন রেজা ঘটনাস্থলে এসে তাদের ওপর চড়াও হয় এবং চাক্কু দিয়ে এলোপাতাড়িভাবে আঘাত করলে মাসুদ ও রায়হান নিহত হয় এবং ৪ জন আহত হয়।

পুলিশ সুপার আরো জানান, এই হত্যাকাণ্ডের পর ডিবি পুলিশের একটি দল বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে গত শুক্রবার (১০ জানুয়ারী) ঢাকা জেলার সাভার থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার ৭ নং আসামি আব্দুস সামাদ এবং তার দেয়া তথ্যমতে পরবর্তীতে ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকা থেকে আসামি শাহিন রেজাকে গ্রেফতার করে।

পরে পুলিশ এই হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করে। এর আগে পুলিশ আরও ২ জনকে আটক করে।

Hi-performance fast WordPress hosting by FireVPS