রাজশাহীতে কর্মী সম্মেলনের মাঠ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ
স্টাফ রিপোর্টার: আগামী ১৮ জানুয়ারিী বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা ও মহানগরের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আমির জামায়াত ডা: শফিকুর রহমান। তার আগমন উপলক্ষে মাঠ ও মঞ্চ প্রন্তুত পরিকল্পনার উদ্দেশ্যে সম্মেলনের মাঠ পরিদর্শন করেছেন রাজশাহী জেলা ও মহানগরী জামায়াতের নের্তৃবৃন্দ।
বুধবার সকাল ১১টায় রাজশাহী ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন জামায়াতে ইসলামীর মহানগরীর সেক্রেটারি ইমাজউদ্দিন মন্ডল, রাজশাহী জেলার সেক্রেটারী গোলাম মুর্তজা, সহ-সেক্রেটারী মাহবুবুল আহসান বুলবুল, আইবিডাব্লিউ-এর সভাপতি অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স, সাংগঠনিক সেক্রেটারী জসিমউদ্দিন সরকার, যুব সেক্রেটারী সালাউদ্দিন আহমেদসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের জেলা ও মহানগরী নেতৃবৃন্দরা।
এসময় মহানগর সেক্রেটারী ইমাজউদ্দিন মন্ডল বলেন, আপনারা জানেন যে, আগামী ১৮ জানুয়ারি রাজশাহী জেলার ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জেলা ও মহানগরের জামায়াতের উদ্যোগে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মজলুম জননেতা ডা. শফিকুর রহমান প্রধান অতিথি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক বক্তব্য রাখবেন। দীর্ঘ ১৪ বছরের বেশি সময়ের পর জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বইছে। সম্মেলন সফল করতে সব ধরনের প্রন্তুতি রয়েছে বলেও জানান তিনি।