ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ১১:২১ অপরাহ্ন

নগরীতে সরকারি রাস্তা, খাস জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট: Wednesday, January 8, 2025 - 7:06 pm

স্টাফ রিপোর্টার: নগরীতে সরকারি রাস্তা, সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি এবং খাস জমি দখলের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

বুধবার বেলা ১২টায় নগরীর লক্ষ্মীপুর মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কিছু ব্যক্তি লক্ষ্মীপুর মোড় সংলগ্ন যাত্রী ছাউনির উত্তর-পূর্ব কোণে অবস্থিত সরকারি রাস্তা, খাস খতিয়ানভুক্ত সম্পত্তি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল করে তিনতলা ভবন নির্মাণ করছে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ নকশা অনুমোদন না করলেও গায়ের জোরে এই নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন রফিকুল আলম রেবেলসহ কয়েকজন ব্যক্তি।

মানববন্ধনে বক্তব্য রাখেন- রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজের সাবেক জিএস আব্দুল মোতালেব মিঠু, সাবেক জিএস জহুর সাঈদ বিদ্যুৎ, নগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিলন প্রমুখ।

বক্তারা বলেন, ৫ আগস্টের পরে চিহ্নিত গুন্ডাপান্ডা লোকচক্ষুর আড়ালে গেলেও তাদের রেখে যাওয়া সন্ত্রাসী ও দোসররা এখনো বীরদর্পে অপকর্ম করে যাচ্ছে। তারই জ্বলন্ত উদাহরণ এভাবে অবৈধ ভবন নির্মাণ। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ কোন আইনানুগ ব্যবস্থা না নিয়ে সময়ক্ষেপণ করছে। এর ফলে সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগের বিষয়ে রফিকুল আলম রেবেল বলেন, আমি কারও জমি দখল করিনি। আমার নামে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে মানববন্ধন করে। আমি সংবাদ সম্মেলন করে বিস্তারিত বলব।