লালপুরে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ১৮ জনের বিরুদ্ধে বিএনপির মামলা
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যানকে প্রধান আসামি করে ১৮ জনের বিরুদ্ধে লালপুর থানায় মামলা দায়ের করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার (৪ জানুয়ারি) ছাত্রলীগ কর্মী আবদুল পুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র সাব্বির আহমেদ জয় ফেসবুকে একটি স্ট্যাটাস পোস্ট করেন।
এ সময় থানা ছাত্রদল কর্মী সাগর তাকে ফেসবুকে পোস্ট দিতে নিষেধ করলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা কর্মীরা উপজেলার আড়বাব ইউনিয়নের রঘুনাথপুর বাজারে সন্ধ্যা রাতে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং ছাত্রদল কর্মী সাগরের উপর আক্রমণ করে আহত করে।
এই ঘটনায় আড়বাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলা উদ্দিন বাদী হয়ে নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইছাহক আলীকে প্রধান আসামি করে ১৮ জনসহ অজ্ঞাত নামা ২০/২৫ জনের বিরুদ্ধে লালপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান,মামলা রজু করে আবদুল পুর তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক বেনজির আহাম্মেদের উপর দায়িত্ব দেয়া হয়েছে।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক বেনজির আহাম্মেদ জানান আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।