ঢাকা | জানুয়ারী ৮, ২০২৫ - ৯:৩৩ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে যা বললেন শিবিরের সভাপতি

  • আপডেট: Tuesday, January 7, 2025 - 8:39 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সম্মেলনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণঅভ্যুত্থানের যে ঘোষণাপত্র দিবেন তাতে সবার মতামতের প্রতিফলন থাকতে হবে।

মঙ্গলবার বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব অনুষ্ঠান পরিদর্শনে এসে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান হয়েছে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে। আমরা মনে করি এটি কোন একক ব্যক্তি, দল বা আদর্শের মধ্য দিয়ে হয়নি। কাজেই ১৫ জানুয়ারি যেটা বলা হয়েছে আমরা আশা করবো সবার মতামতের রিফ্লেকশন থাকবে এবং ঐকমত্যের ভিত্তিতে যদি সেটা হয় আমরা আশা রাখবো সেটি বাংলাদেশের জন্য অনেক বেশি ভালো ভূমিকা রাখবে।

ক্যাম্পাস রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীরা যেটা চাইবে সেটাই হবে। হল দখল ও গোলামীর সংস্কৃতির এই কালচার থেকে আমরা বের হতে চাই। যেটা সাধারণ শিক্ষার্থীদের দাবি।

তিনি বলেন, অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যেও যদি কুলশতা থাকে অবশ্যই তারা পরিষ্কার করে গুণগত ও গঠনমূলক রাজনীতির সাথে সম্পৃক্ত হবেন। কোটা ব্যবস্থার যৌক্তিক সমাধান চেয়ে তিনি বলেন, কোটা ব্যবস্থার ওপরই জুলাই বিপ্লবের ভিত্তি স্থাপিত হয়েছিল। সকল পক্ষকে এক টেবিলে বসে এই বিষয়টার সমাধান হওয়া উচিত।

প্রকাশনা উৎসব শেষে মঙ্গলবার দুপুরে নগরীর একটি মিলনায়তনে ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার সভাপতি হিসেবে শামীম উদ্দীন এবং ইমরান নাজির সেক্রেটারী হিসেবে নির্বাচিত হন।

এ সময় দলের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। ভোটে সভাপতি নির্বাচিত হওয়ার পর শামীম উদ্দীন শপথ গ্রহণ করেন। এরপর সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সেক্রেটারি ইমরান নাজিরকে মনোনীত করে নাম ঘোষণা করেন।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর আমির ড.মাওলানা কেরামত আলী, সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, সহকারী সেক্রেটারি অধ্যাপক মাহবুবুল আহসান বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারী, রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মর্তুজা, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

এছাড়াও গতকাল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মোস্তাকুর রহমান জাহিদ ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুজাহিদ ফয়সাল।

সকাল ১০টা থেকে ক্যাম্পাস সংলগ্ন বিনোদপুরে এলাকায় তাদের নিজস্ব ওয়েলফেয়ারে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নবগঠিত কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আবদুল্লাহ, স্কুল সম্পাদক সিদ্দিক হোসেন, এইচ আর এম সম্পাদক সাইদুল ইসলাম, রাবি শাখা ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি আব্দুল মোহাইমিনসহ অনেকে।