ঢাকা | মে ১৭, ২০২৫ - ১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীর নিখোঁজ দুই শিশুসহ দুই নারী ঢাকা থেকে উদ্ধার

  • আপডেট: Tuesday, October 15, 2024 - 9:59 pm

স্টাফ রিপোর্টার: মহানগরীর রাজপাড়া থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই শিশুসহ দুই নারীকে ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা পুলিশ।

উদ্ধারকৃত দুই নারী রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকার বাসিন্দা।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বসুয়া গ্রাম থেকে দুই শিশু সন্তানসহ দুই নারী নিখোঁজ হয়। এ সংক্রান্ত রাজপাড়া থানায় জিডি এন্ট্রি হয়।

উক্ত জিডির পরিপ্রেক্ষিতে উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) অনির্বান চাকমার তত্ত্বাবধানে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলমের দিকনির্দেশনায় রাজপাড়া থানা পুলিশের একটি টিম দুই নারী ও দুই শিশুকে উদ্ধারে অভিযান শুরু করে।

পরবর্তীতে রাজপাড়া থানার এসআই আকরাম হোসেন এবং তার টিম তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাদের উদ্ধার করে।

উদ্ধার হওয়া দুই নারীসহ দুই শিশুকে আইনী প্রক্রিয়ার মাধ্যমে তাদের পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS