ঢাকা | জানুয়ারী ১৯, ২০২৫ - ১১:৫১ অপরাহ্ন

বিএনপি চেয়ারপার্সন ও মিলনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

  • আপডেট: Tuesday, October 15, 2024 - 10:15 pm

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন এর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মিলন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩০নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার বিকালে রাজশাহী ভুবনমোহন পার্কে চার থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু।

উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য নওহাটা পৌর সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, মতিহার থানা বিএনপি’র সভাপতি আনসার আলী, রাজাপাড়া থানা বিএনপি’র সাবেক সভাপতি শওকত আলী, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু ও সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, রাজাপাড়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, কেশরহাট পৌর বিএনপি’র সভাপতি আলাউদ্দীন আলো, যুবদল রাজশাহী মহানগরের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাবেক সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারু, সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, বর্তমান সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সুলতান আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন ও সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ বাবলু ।

এছাড়াও রাজশাহী জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রিতা বেগম, জেলা মৎস্যজীবী দলের সভাপতি নাজমুল হক বাবুল, মহানগর মৎস্যজীবী দলের সবাপতি জাকের আলী শান্তি, জেলা মক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা ও মহানগর মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোর্ত্তুজা ফামিন সহ নেতাকর্মীবৃন্দ সহ জনগণ উপস্থিত ছিলেন।