ঢাকা | জানুয়ারী ১৯, ২০২৫ - ১:১৫ অপরাহ্ন

সাহসী ভূমিকা রাখায় আনসার সদস্যকে সম্মাননা স্মারক

  • আপডেট: Monday, October 14, 2024 - 10:10 pm

প্রেস বিজ্ঞপ্তি: দুর্গোৎসব চলাকালীন গত শুক্রবার ভোরে রাজশাহীর মহানগরীর শাহমখদুম কলেজের সামনে ত্রিনয়নী সংঘ পূজামণ্ডপের প্রধান ফটকের ব্যানার ও কাপড় ছিঁড়ে ফেলার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।

ওই ব্যক্তিকে আটক করতে সাহসী ভূমিকা রাখেন পুজামণ্ডপের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য আমিনুল ইসলাম।

পেশাগত দায়িত্বে সাহসী ভূমিকা পালন ও অন্যান্যদের উৎসাহ বাড়াতে শনিবার বিকালে আনসার সদস্য আমিনুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করেছে ত্রিনয়নী পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ত্রিনয়নী সংঘের সভাপতি ইন্দ্রানী ব্যানার্জি মৌমিতা (খুশি), সহ-সভাপতি মনোজিৎ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সঞ্জীবন কুমার ব্যানার্জি।