ঢাকা | ডিসেম্বর ১৮, ২০২৪ - ৪:১৯ অপরাহ্ন

নওহাটায় খালেদা জিয়া ও মিলনের রোগমুক্তিতে দোয়া

  • আপডেট: Monday, October 14, 2024 - 10:32 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নওহাটা পৌরসভা শাখার আয়োজনে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে পূর্ব পুঠিয়াপাড়া শাহে মদিনা সিদ্দিকীয়া হাফিজিয়া মাদ্রাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী মহানগর বিএনপি’র (সাবেক) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন এর আশু রোগমুক্তি কামনা করা হয়।

মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন আনসারী।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নওহাটা পৌর শাখার আহ্বায়ক মিজানুর রহমান মিলন এর সভাপতিত্বে দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নওহাটা পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মামুনুর সরকার জেড, সদস্য শরিফুর রহমান শরিফ, সদস্য এমদাদুল হক, পৌর বিএনপি নেতা হাবিবুর রহমান হাবলু, নওহাটা পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুল ইসলাম মনির ও সহ-সভাপতি সাইফুল ইসলাম, নওহাটা পৌর বিএনপির ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইলিয়াস হোসেন প্রমুখ।