ঢাকা | জানুয়ারী ২৩, ২০২৫ - ৪:২৩ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে যৌথ অভিযানে শুটার গান ও দেশীয় অস্ত্র উদ্ধার

  • আপডেট: Monday, September 30, 2024 - 9:00 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে যৌথ অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটার গান, ২ কেজি গান পাউডার ও ৯টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৫ ও সেনাবাহিনীর সদস্যরা।

সোমবার সকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। রোববার রাত সাড়ে ১০টায় মহানগরীর মতিহার থানাধীন মোহনপুর চকপাড়া এলাকা থেকে এ সকল অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রোববার রাতে গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন মোহনপুর চকপাড়া এলাকায় বিপুল পরিমান দেশীয় অস্ত্রের মওজুদ রয়েছে।

এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব ও সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে অস্ত্র, বিস্ফোরকদ্রব্য ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে। এ ব্যপারে আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত আলামত নগরীর মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে।