ঢাকা | মে ১, ২০২৫ - ১১:১৪ অপরাহ্ন

শিরোনাম

পবায় দুলাল হত্যার দায়ে গ্রেপ্তার ২

  • আপডেট: Monday, September 30, 2024 - 7:32 pm

স্টাফ রিপোর্টার: পবায় দুলাল হত্যার সাথে জড়িতের দায়ে দুই আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি পবা থানা পুলিশ। রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন নওহাটা পৌরসভার মদনহাটি গ্রামের জেকের আলীর ছেলে হাসান ও আবু কালামের ছেলে মানিক হোসেন।

জানা গেছে পূর্ব শত্রুতার জেরে মহনহাটি গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে দুলাল হোসেন (৪৫)-কে বেধড়ক মারপিট করে। এতে দুলাল মারা যায়। সেই হত্যার দায়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

সোমবার আসামিরা ১৬৪ ধারায় আদালতে হত্যার সাথে জড়িত থাকার স্বীকারোক্তি দিয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন পবা থানা ওসি মনিরুল ইসলাম।

Hi-performance fast WordPress hosting by FireVPS