ঢাকা | মে ২, ২০২৫ - ৫:৫১ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে যুবক গ্রেপ্তার

  • আপডেট: Thursday, September 26, 2024 - 9:00 pm

স্টাফ রিপোর্টার: চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অনিক (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

গত বুধবার রাতে নগরীর শিরোইল এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার অনিক মহানগরীর বোয়ালিয়া থানার শিরোইল এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে। তবে তার রাজনৈতিক পরিচয় রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনিকের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। বুধবার রাতে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS