ঢাকা | সেপ্টেম্বর ২৪, ২০২৪ - ১১:১০ অপরাহ্ন

৪ দফা দাবিতে রাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে তালা

  • আপডেট: Tuesday, September 24, 2024 - 8:00 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: সেশনজট নিরসনসহ ৪ দফা দাবিতে বিভাগে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল ৯টায় বিভাগে তালা ঝুলিয়ে দেন তারা। পরে বিভাগের সামনে অবস্থান নিয়ে ৪ দফা নিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কামরুজ্জামান ফাহাদ বলেন, আমরা আজকের মধ্যেই পরীক্ষার তারিখ চাই। আর কোনো সময় দিতে রাজি না। আর পূজার ছুটির আগেই পরীক্ষা শেষ হওয়া চাই।

আমাদের নেক্সট সেমিস্টারগুলো ৪ মাসে শেষ করতে হবে এবং সেই অনুযায়ী ২-১ দিনের মধ্যে রুটিন তৈরি করতে হবে। মাস্টার্সের শিক্ষার্থী শেখ ফাহিম আহমেদ বলেন, আমরা চাই না ছোট ভাই-বোনেরা আর আমাদের মতো সেশন জটের মতো মানসিক যন্ত্রণায় থাকুক। কতটা ধীরগতি হলে একটা সেমিস্টার শেষ করতে ১২ মাস লেগে যায়।

শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে- ৪ মাসে সেমিস্টার শেষ করতে হবে, পরীক্ষার ফর্ম ফিলাপের তারিখ দিতে হবে, বিভাগের অধ্যাপক মোশতাক আহমেদকে অপসারণ করতে হবে, এক বছরে যেন তিন সেমিস্টার শেষ হয় সেটা নিশ্চিত করতে হবে।

সোনালী/জেআর