ঢাকা | জানুয়ারী ১৯, ২০২৫ - ২:২৮ অপরাহ্ন

পবায় কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ ও সার বিতরণ

  • আপডেট: Tuesday, September 24, 2024 - 7:45 pm

স্টাফ রিপোর্টার: পবা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালিন পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

মঙ্গলবার উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কৃষি অফিস চত্বরে পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসনিম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হাফিজুর রহমানসহ উপজেলা কৃষি অফিসের বিভিন্ন ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য এ প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার এক হাজার ৮০০ জন কৃষকের মাঝে প্রতি বিঘা জমির বিপরীতে এক কেজি পেঁয়াজ বীজ, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি, বালাইনাশক এবং পলিথিন বাবদ ৬০৭ টাকা ৫০ পয়সা বিকাশের মাধ্যমে কৃষকের মোবাইলে দেয়া হবে।