ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১১:৫৬ পূর্বাহ্ন

নগরীতে ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী সন্ত্রাসী রবি গ্রেপ্তার

  • আপডেট: Tuesday, September 24, 2024 - 9:19 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এজাহারভুক্ত আসামি সন্ত্রাসী রবিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন (আরএমপি) বোয়ালিয়া থানা পুলিশ।

 মঙ্গলবার বোয়ালিয়া থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মতিহার থানার বিনোদপুর এলাকা থেকে আসামি রবিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি রবি রাজশাহী মহানগরীর মতিহার থানার বিনোদপুরের আজিজুল ওরফে হাবলের ছেলে।

গত ৫ আগস্ট বোয়ালিয়া মডেল থানাধীন আলুপট্টি স্বচ্ছ টাওয়ারের সামনে আসামিদের ছোড়া গুলিতে মাইনুল ইসলামসহ কয়েকজন আহত হয়। এ ঘটনায় বোয়ালিয়া থানায় একটি মামলা হয়।

এ মামলায় রবি এজাহারভুক্ত ৪ নম্বর আসামি। আসামি রবির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৯টি মামলা রুজু আছে।