ঢাকা | জানুয়ারী ২২, ২০২৫ - ৪:০০ অপরাহ্ন

রাজশাহীতে হেরোইনসহ র‌্যাবের হাতে একজন গ্রেপ্তার

  • আপডেট: Saturday, September 21, 2024 - 7:22 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে হেরোইনসহ জমসেদ ওরফে নওসাদ ওরফে নাসা (৫৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

শনিবার দুপুরে র‌্যাব-৫ এর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে শুক্রবার রাত ১ টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে জমসেদ ওরফে নওসাদ ওরফে নাসার শরীরে তল্লাশি চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জমসেদ হেরোইনের চালানটি পৌঁছে দিতে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে আটক করে তল্লাশি করা হলে তাঁর কাছে হেরোইন পাওয়া যায়। জমসেদের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ পশ্চিমপাড়া গ্রামে। রাজশাহী রেলওয়ে থানায় জমসেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।