ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১১:৩৮ পূর্বাহ্ন

মোহনপুরের সাবেক চেয়ারম্যান সালাম গ্রেফতার, ফাঁসির দাবিতে মানববন্ধন

  • আপডেট: Saturday, September 21, 2024 - 7:19 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত ৯টার দিকে রাজশাহী মহানগরীর উপশহর নিউ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মোহনপুর থানা-পুলিশ। আবদুস সালাম মোহনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, মোহনপুর থানায় হামলাসহ বিভিন্ন অপরাধে চারটি মামলার এজাহারভুক্ত আসামি আবদুস সালাম। বৈষম্যবিরোী ছাত্র জনতার আন্দোলনে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। ওসি আরও জানান, চারটি মামলাতেই আবদুস সালামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুস সালামকে গ্রেপ্তারের পর মিষ্টি বিতরণ করে তার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মোহনপুর উপজেলা বিএনপি সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি আহবায়ক সাবেক চেয়ারম্যান মাহবুব অর রশিদ, সদস্য সচিব বাচ্চু রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মাহফুজ আলম, সদস্য আবুল আজাদ, যুবদল নেতা মির্জা শওকত, ধুরইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোকলেসুর রহমান, মৌগাছি ইউনিয়ন বিএনপি সভাপতি নুর এ আলম সিদ্দিকী মুকুল, সাধারণ সম্পাদক ইউনুস আলী, জাহানাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, উপজেলা ছাত্রদল আহবায়ক আব্দুর রাজ্জাক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাকিবুল ইসলাম লিটন, মোহাম্মদ আলী, যুবদল নেতা আব্দুর রহিম, ধুরইল ইউনিয়ন ছাত্রদল আহবায়ক ইসমাইল হোসেনসহ ইউনিয়ন পযার্য়ের নেতাকর্মীরা।