ঢাকা | মে ১, ২০২৫ - ৭:৫৯ পূর্বাহ্ন

রাবির শেরেবাংলা হলে অভিযান, দেশীয় অস্ত্র উদ্ধার

  • আপডেট: Thursday, September 19, 2024 - 9:19 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শেরেবাংলা একে ফজলুল হক হলে ছাত্রলীগ নেতাকর্মীদের কক্ষে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, হল প্রশাসন এবং পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

এ সময় স্ট্যাম্প, হকিস্টিক, রড, চাকু, হেলমেট, মদের বোতল, বটি, শাবল এবং বিভিন্ন রকম দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানের সময় হলের শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের মাঝে ত্রাস সৃষ্টি করেছিল।

তারা বিভিন্ন রকম অস্ত্র ব্যবহার করে শিক্ষার্থীদের ভয় দেখাত এবং নির্বিঘ্নে সিট বাণিজ্য চালিয়ে যেত। ছাত্র-জনতার মাধ্যমে দেশ নতুন এক স্বাধীনতার স্বাদ অর্জন করেছে। আমরা এই স্বাধীনতাকে বৃথা যেতে দেব না। নতুন প্রশাসনের কাছে আমরা রাজনীতি মুক্ত এবং সুষ্ঠু সিট বিন্যাস হলের প্রত্যাশা রাখছি।

এ বিষয়ে শেরেবাংলা হলের হলের আবাসিক শিক্ষক অধ্যাপক মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, হলে প্রথম বর্ষের একজন শিক্ষার্থী থাকার সুযোগ পায় কিন্তু স্নাতকের একজন শিক্ষার্থী সুযোগ পায় না।

এ বৈষম্যের মূলোৎপাটন করা হবে। এখানে মেধা, নৈতিকতা এবং যোগ্যতার চর্চা করা হবে। আমরা মেধা এবং যোগ্যতার আলোকে সিট বরাদ্দ দেব। এই হলে কোনো অছাত্র, গুণ্ডা অথবা মস্তান থাকার সুযোগ পাবে না।

Hi-performance fast WordPress hosting by FireVPS