ঢাকা | অক্টোবর ১২, ২০২৪ - ৫:২৫ পূর্বাহ্ন

চাঁপাইয়ে ১০ কেজি হেরোইন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

  • আপডেট: Thursday, September 19, 2024 - 7:45 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হুজরাপুর কাজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি ৭’শ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব-৫ এর একটি দল।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক মেজর মারুফুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল বুধবার রাত সাড়ে ৮ টার সময় জেলার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হুজরাপুর কাজিপাড়া মসজিদের উত্তর পার্শ্বে মহানন্দা নদীর পাড়ে অভিযান পরিচালনা করে।

এসময় মাদক কারবারীরা টহল দলের উপস্থিতি টের পেয়ে তাদের হেফাজতে থাকা কয়েকটি পলিব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। এসময় ব্যাগ থেকে ১০ কেজি ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।