ঢাকা | জানুয়ারী ২২, ২০২৫ - ৬:৫৮ অপরাহ্ন

গুরুদাসপুরে দুবৃত্তদের হামলায় স্বামী খুন, স্ত্রী আহত, আটক ৩

  • আপডেট: Tuesday, September 17, 2024 - 7:15 pm

নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে বাড়িতে হামলা চালিয়ে হারেজ নামে এক কৃষককে হত্যা করেছে দুবৃত্তরা।

এসময় হামলায় তার স্ত্রী ওলেদা বেগমও গুরুতর আহত হয়েছেন। তাকে জরুরী ভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জনায়, মঙ্গলবার ভোরে উপজেলার বৃ-চাপিলা গুচ্ছ গ্রামের একদল যুবক পাশ্ববর্তী কৃষক হারেজ আলীর বাড়িতে ঢুকে মালামাল ও পুকুর লিজ দেওয়া নগদ ৯ লক্ষ টাকা চুরি করার সময় তারা টের পেয়ে চিৎকার শুরু করে এবং বাধা দেয়ার চেষ্টা করলে প্রতিবেশীরা এগিয়ে এলে দুবৃত্তরা হারেজ আলী ও তার স্ত্রী ওলেদা বেগমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই হারেজ আলীর মৃত্যু হয়।

খবর পেয়ে সকালে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে মনিরুল, মাসুদ ও সুমন নামে ৩ জনকে আটক করে।