ঢাকা | জানুয়ারী ২২, ২০২৫ - ৭:০৫ অপরাহ্ন

বাগমারায় আগুনে ব্যবসায়ীর দোকান ও বাড়ি পুড়ে ছাই

  • আপডেট: Tuesday, September 17, 2024 - 7:00 pm

বাগমারা প্রতিনিধি: বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়নের হাতরুম গ্রামে মোমবাতির আগুনে ব্যবসায়ীর দোকানঘর ও বসতবাড়ী পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই ব্যবসায়ীর প্রায় পনের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা গেছে, সোমবার সকালে গোবিন্দপাড়া ইউনিয়নের হাতরুম গ্রামের মনির উদ্দিনের ছেলে মুদি ও বেকারী ব্যবসায়ী রিয়াজ উদ্দিনের বাড়ীর নিচতলায় দোকান ঘরে মোমবাতির আগুন থেকে পেট্রোল ও গ্যাসের সিলিন্ডারে আগুন লাগে।

এ আগুন মূহুর্তের মধ্যে বাড়ির তিনতলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশে-পাশের লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভানোর চেষ্টা করেন।

কিন্তু ততক্ষনে নগদ টাকাসহ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের সমস্ত মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় পনের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ী রিয়াজ উদ্দিন জানান।