ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৪ - ১০:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম

চারঘাটে জেলা ডিবির অভিযানে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার

  • আপডেট: Thursday, September 5, 2024 - 8:59 pm

চারঘাট প্রতিনিধি: রাজশাহী জেলা ডিবি পুলিশের অভিযানে ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার চারঘাট থানার মোক্তারপুর গ্রাম হতে ভোর ৪ টার দিকে ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ। এসময় মাদক কারবারি ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পলাতক অভিযুক্তের মাদক ব্যবসায়ীর নাম মো: রবিউল ইসলাম ওরফে রবি (৪৫)। সে রাজশাহী জেলার চারঘাট থানার চক মোক্তারপুর গ্রামের সাত্তারের ছেলে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রাজশাহী জেলার ডিবি’র এসআই মো: আব্দুল করিম, আব্দুর রহিম, এসআই নাছিমসহ ডিবি পুলিশের একটি টিম ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে চারঘাট মোক্তারপুর বাজার এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।

এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, মোক্তারপুর গ্রামস্থ রাজশাহী ক্যাডেট কলেজের মূল গেটের দক্ষিণ-পশ্চিম কোণে অনুমান ২০০ গজ দূরে গাছের নিচে ইউসুফপুর টু সারদা মোড়গামী পাঁকা রাস্তার ওপর একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো।

এমন সংবাদের ভিত্তিতে ওসি ডিবি, রাজশাহী মুহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে এসআই আব্দুল করিম ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে।

এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ঘটনাস্থলে ২ টি প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত অবস্থায় ৪০০ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়।

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি মামলা রুজু হয়েছে।