ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ১০:১৯ পূর্বাহ্ন

মোহনপুরে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মী নিহত

  • আপডেট: Thursday, September 5, 2024 - 9:25 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর মোহনপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মৃন্ময় বর্মা (৩০) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার সময় রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মোহনপুর উপজেলার নন্দনহাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মোহনপুর থানার ওসি তদন্ত আছের আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মৃন্ময় বর্মা (৩০) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ঘগোয়া গ্রামের বিষ্ণুপদ বর্মার ছেলে। তিনি নওগাঁ জেলার বদলগাছী উপজেলার পাহাড়পুর ব্র্যাক এনজিওর মাঠ কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মৃন্ময় বর্মা বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল চালিয়ে অফিসিয়াল কাজে রাজশাহীতে যাওয়ার সময় নন্দনহাট মোড়ে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান।

খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাক আটক ও নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেব খাঁন বলেন, এ বিষয়ে থানায় ইউডি মামলা হয়েছে। নিহতের পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।