রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস চালু রোববার
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা আগামী রোববার থেকে চালুর সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. তারিকুল হাসান পদত্যাগ করায় প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে তাঁর জায়গায় অতিরিক্ত-রেজিস্ট্রার শেখ সাদ আহমেদকে দায়িত্ব দেওয়াসহ আরও দুইটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে বিভিন্ন অনুষদের ডিনদের নিয়ে বৈঠকে সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রমানিক।
বাকি সিদ্ধান্ত দুটি হলো, বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের স্থগিত ভর্তি কার্যক্রম সম্পন্ন করে শিগগিরই ক্লাস চালু এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আশরাফুল ইসলাম খান পদত্যাগ করায় তাঁর জায়গায় অফিসের জ্যেষ্ঠতার ভিত্তিতে একজনের নাম প্রস্তাব করা হয়েছে।
যাতে পুনরায় বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পরীক্ষা কার্যক্রম শুরু করা যায়। গতকাল সন্ধ্যায় সিদ্ধান্তগুলো নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রমানিক ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক বিমল কুমার প্রামাণিক।
এর আগে গত ১ জুলাই থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা সর্বজনীন পেনশনের আওতায় প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করেন। এর দুদিন পর থেকে কোটাপদ্ধতি সংস্কার আন্দোলনে উত্তাল হয়ে উঠে ক্যাম্পাস। এতে বিশ্ববিদ্যালয় খোলা থাকলেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকে।
উদ্ভূত পরিস্থিতিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম ও ক্লাস অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়। এরপর ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য, প্রক্টর ও বিভিন্ন হলের প্রাধ্যক্ষসহ বর্তমান প্রশাসনের অন্তত ৭৯ জন ঊর্ধ্বতন কর্মকর্তা পদত্যাগ করেন। এতে অচলাবস্থা তৈরি হয় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে।
যথাযথ কর্তৃপক্ষ না থাকায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও স্বাভাবিক পরিস্থিতি ভেঙে পড়ে। এরই মধ্যে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আইন, সমাজকর্ম, ইসলামিক স্টাডিজসহ অন্তত ৭টি বিভাগে ক্লাস শুরু হয়েছে। পরে আজ বিকেলে ১০টি অনুষদের ডিনদের বৈঠকে সর্বসম্মতিক্রমে একাডেমিক ও প্রশাসনিক বিষয়ে এসব সিদ্ধান্ত হয়।