ঢাকা | মে ১৬, ২০২৫ - ৩:৪৯ অপরাহ্ন

শিরোনাম

আটকের পর ছাড়া পেলেন জেপির আনোয়ার হোসেন মঞ্জু

  • আপডেট: Monday, September 2, 2024 - 9:57 pm

অনলাইন ডেস্ক: ছাড়া পেয়েছেন সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। সোমবার বিকালে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে জিম্মা জামিন দেওয়া হয়।

জানা গেছে, আনোয়ার হোসেন মঞ্জুকে ইত্তেফাক পত্রিকার নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিনের জিম্মায় জামিন দেওয়া হয়েছে।

আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদমন্ত্রী। তিনি ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তোফাজ্জল হোসেন মানিক মিয়ার জ্যেষ্ঠ সন্তান। এর আগে তিনি আরও দুবার দুটি মন্ত্রণালয়ের মন্ত্রী (যোগাযোগমন্ত্রী ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মন্ত্রী) ছিলেন। মঞ্জু পিরোজপুর-২ আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

মঞ্জু জাতীয় পার্টির একাংশের নেতা। যা জেপি নামে পরিচিত। তিনি ১৯৭২-১৯৭৫ সাল পর্যন্ত দৈনিক ইত্তেফাকের সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS