ঢাকা | মে ১৮, ২০২৫ - ৫:৩৩ পূর্বাহ্ন

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবি, ৪ শ্রমিক নিখোঁজ

  • আপডেট: Sunday, September 1, 2024 - 9:45 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী পদ্মা নদীতে যাত্রীবাহী একটি নৌকাডুবিতে চার যাত্রী নিখোঁজ হয়েছে।

আজ রোববার রাত ৮টার দিকে রাজশাহীর পবা উপজেলার চর মাঝারদিয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ হওয়া যাত্রীদের মধ্যে একজনের নাম মোহাম্মদ আলী। তিনি চর মাঝারদিয়ার এলাকার বাসিন্দা।

রোববার রাত সাড়ে নয়টা পর্যন্ত বাকিদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

নৌকাডুবির ঘটনা নিশ্চিত করে চর হরিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার হুমায়ুর কবির বলেন, পবার মধ্যচর থেকে ১৬ থেকে ২০ জন শ্রমিক কৃষিকাজ শেষে যাত্রীবাহী একটি নৌকায় করে চর মাঝারদিয়ার এলাকার দিকে যাচ্ছিল।

এসময় মাঝ নদীতে দুর্ঘটনার কবলে পড়ে নৌকাটি। এতে নৌকাটি ডুবে গেলে চার শ্রমিক যাত্রী ব্যতীত বাকিরা সবাই সাঁতরে তীরে ওঠে। কিন্তু চার যাত্রী এখনও নিখোঁজ আছে।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আবু সামা বলেন, নৌকাডুবির ঘটনা সম্পর্কে আমাদের কাছে এখনো কোনো তথ্য আসেনি। এ ঘটনায় কেউ নিখোঁজ থাকলে আগামীকাল (সোমবার) সকালে আমাদের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাবে।

সোনালী/জগদীশ রবিদাস

Hi-performance fast WordPress hosting by FireVPS