ঢাকা | সেপ্টেম্বর ১৩, ২০২৪ - ৪:০২ পূর্বাহ্ন

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • আপডেট: Friday, August 30, 2024 - 7:19 pm

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুরে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক টুটুল বর্মন (১৯) নামের এক যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন।

এ ঘটনায় মোটরসাইকেলের পেছনে বসে থাকা আরোহী দূর্জয় (২২) নামের যুবক গুরুতর আহত হয়েছেন।

পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার ছাতড়া-শিবপুর রোডের নেহেন্দা নামক স্থানে।

নিহত টুটুল বর্মন মহাদেবপুর উপজেলার হাতুড়ি ইউনিয়নের গাহলি গ্রামের সুকুমার বর্মনের সন্তান। আহত দূর্জয় পত্নীতলা উপজেলার সৈয়দপুর গ্রামের ধনঞ্জয় বর্মনের ছেলে।

নিহত টুটুল বর্মনের বাবা প্রতিবেদকে জানান, বৃহস্পতিবার সকালে মোটরসাইকেলে করে বদলগাছী উপজেলার আদায়পুর গ্রামে এক আত্মীয়ের শ্রাদ্ধের অনুষ্ঠানে গিয়েছিল টুটুল বর্মন।

আসার পথে তারা দু’জনে নিয়ামতপুর উপজেলার ঘুঘুডাংগা তাল গাছের সারি দেখে ফেরার পথে নেহেন্দা নামক মোড়ে টমটমের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই টুটুল বর্মনের মৃত্যু হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।