ঢাকা | সেপ্টেম্বর ১৩, ২০২৪ - ৭:৪০ পূর্বাহ্ন

বাঘায় ফেন্সিডিলসহ চিহ্নিত মাদক কারবারী গ্রেপ্তার

  • আপডেট: Thursday, August 29, 2024 - 9:06 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘা উপজেলায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ এক চিহ্নিত মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

বৃহস্পতিবার সকালে রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা বাঘার আলাইপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মাদক কারবারীর নাম ইমন (২২)। তিনি বাঘা উপজেলার আলাইপুর মহাজনপাড়ার আফজাল আলীর ছেলে।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, বাঘার আলাইপুর গ্রামে কতিপয় মাদক কারবারী ফেন্সিডিলসহ নিজ বাড়িতে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ইমামের বাড়ি ঘেরাও করে অভিযান চালায়। এসময় ইমামকে গ্রেপ্তার করে র‌্যাব।

পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১শ’ ৭৪ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত ইমাম একজন চিহ্নিত মাদক কারবারী বলে জানিয়েছে র‌্যাব। পরে তাকে বাঘা থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।