ঢাকা | নভেম্বর ৯, ২০২৪ - ১০:৪০ অপরাহ্ন

বাঘায় ফেন্সিডিলসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার

  • আপডেট: Sunday, August 25, 2024 - 9:00 pm

স্টাফ রিপোর্টার: বাঘা উপজেলায় মাটির নীচে প্লাস্টিকের ড্রামের ভিতর থেকে ফেন্সিডিলসহ এক নারী মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা রোববার ভোর রাতে বাঘা উপজেলার পাকুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মাদক কারবারীর নাম সোনা ভানু (২৭)।

তিনি বাঘা থানার পাকুড়িয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। গতকাল রোববার দুপুরে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সোনা ভানু ভারত থেকে ফেন্সিডিল আমদানি করে তার বাড়িতে কয়েকজন মাদক কারবারীর কাছে বিক্রি করার জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল ভোর রাত ৫টার দিকে তার বাড়িতে অভিযান চালায়।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্য মাদক কারবারীরা পালিয়ে গেলেও র‌্যাবের হাতে গ্রেপ্তার হয় সোনা ভানু। তবে অন্য মাদক কারবারীদের সাথে সোনা ভানুর স্বামী শহিদুল ইসলামও পালিয়ে যায়। শহিদুল ইসলাম একজন চিহ্নিত মাদক কারবারী।

পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৩২৮ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। গ্রেপ্তারকৃতকে বাঘা থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।