ঢাকা | মে ১৭, ২০২৫ - ৩:৪৭ অপরাহ্ন

শিরোনাম

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবেন রাবি শিক্ষকেরা

  • আপডেট: Sunday, August 25, 2024 - 9:45 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: বন্যার্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে এক দিনের বেতন দেবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক সমিতির সদস্যরা।

গত শনিবার রাতে শিক্ষক সমিতির এক জরুরি সাধারণ সভায় সবার সম্মতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সহসভাপতি অধ্যাপক ড. এ টি এম কামরুল হাসান।

তিনি বলেন, আজকে দুটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রথমটি বন্যার্তদের সহযোগিতার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এক দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দেয়া হবে। সেটি দ্রুত সময়ের মধ্যেই আমরা পাঠাব। এ ছাড়া চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের জন্য শোক প্রস্তাব গৃহীত হয়েছে।

কলা অনুষদের সাবেক ডিন ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. ফজলুল হক বলেন, বাংলাদেশে এমন আকস্মিক ভয়াবহ বন্যা এর আগে কখনোই হয়নি। বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য সারা দেশের মানুষ একত্রে কাজ করছে। শিক্ষার্থীরা বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণে বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহে দিনরাত পরিশ্রম করছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ তাদের এক দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়ার বিষয়ে শিক্ষক সমিতির আজকের জরুরি সাধারণ সভায় সিদ্ধান্ত হয়েছে। শিক্ষক সমিতির সহসভাপতি অধ্যাপক ড. এ টি এম কামরুল হাসানের সভাপতিত্বে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ওমর ফারুক সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. পার্থ রায় বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ মো. নাজমুল হায়দারসহ দুই শতাধিক শিক্ষক এ সভায় উপস্থিত ছিলেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS