ঢাকা | সেপ্টেম্বর ১৯, ২০২৪ - ১০:০৪ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ

  • আপডেট: Thursday, August 15, 2024 - 10:03 pm

অনলাইন ডেস্ক: রাজশাহীতে মিছিলের সামনে দাঁড়ানো নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সময় পর পর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

বৃহস্পতিবার রাজশাহীর কাটাখালীতে বিক্ষোভ সমাবেশে এ ঘটনা ঘটে। বিকেলে কাটাখালী পৌর বিএনপির নেতা কর্মীরা মাসকাটাদীঘি স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলের শুরুতে কাটাখালী পূর্ব ও পশ্চিমপাড়া বিএনপির দুই গ্রুপের নেতা কর্মীরা সামনে দাঁড়ানোর চেষ্টা করেন। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়।

মিছিল শেষে মাসকাটাদীঘি স্কুল মাঠে জড়ো হন নেতা কর্মীরা। এ সময় মাঠের এক প্রান্তে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে এলাকাটিতে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে নেতা কর্মীদের দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে কয়েকজন আহত হয়েছেন। এ সময় রাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ মামুন, জেলা যুবদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইউসুফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মনিরুল ইসলাম মনির প্রমুখ উপস্থিত ছিলেন।